মন থেকে যে একবার উঠে যায়
তারে বলো কে আর কাছে চায়,
কে রাখে কার ভালোবাসার দায়
মন দেয়না কোন কিছুতেই সায়।