অন্তর পুইড়া হইলো ছাই দেখার মতো মানুষ নাই,
এমন কষ্ট কারে জানাই রে বন্ধু কাহারে জানাই।।

যৌবন দিয়া যারে আমি বাসলাম বড় ভালো,
সেই আমারে বিষে মাইরা কলঙ্কে ডুবাইলো।।
আমার গলা চাইপা ধরে করে ধানাই পানাই!
এমন কষ্ট কারে জানাই রে বন্ধু কাহারে জানাই।।

জীবন দিয়া যারে আমি রাখলাম বড় ভালো,
সেই আমারে পিষে মাইরা মরণ দাগা দিলো।।
আমার বুকে বইসা বাজায় সর্বনাশের সানাই!
এমন কষ্ট কারে জানাই রে বন্ধু কাহারে জানাই।।  

আসাপারি২৮নভেম্বর২৪বৃহস্পতিবার১০টা০৩পিএম২৯৭৪কবিকুঞ্জ