মরণে যে অকুতোভয়
নেই তার কোন পরাজয়,
পাশে থাকে তার খোদা দয়াময়
জয় যে তার হিম্মতে হয়।।


মরার জন্য যে সদা প্রস্তুত থাকে,
মরনের ভয় বল কে দেখায় তাকে।।
আল্লাহপাক তাঁকে নিরাপদে রাখে
হোকনা সময় বিভীষিকাময়!

মরার জন্য যে সদা উন্মুখ থাকে,
শহিদের ডর বল কে দেখায় তাঁকে।।
আল্লাহপাক তাঁকে হেফাজতে রাখে
হোকনা মরণ বিভৎসময়!

আসাপারি২২ডিসেম্বর২৪রবিবার ০৪টা৫১পিএম৩০১৮কবিকুঞ্জ