দেখতে ছোট্ট আঁচিল,
টপকে গেছি পাঁচিল।
যেই দিয়েছি ঝাঁপ
ওরে বাপরে বাপ
মস্ত বড় এক সাপ!

তারপরই হলো কি?
শিউরে ওঠে চমকি!
করে দেনা ভাই মাফ
করবোনা এমন পাপ
ডাকছি তোরে বাপ।

যেই দিয়েছি দৌড়,
অমনি শুনি চো-র-র।
ধাওয়া করে কুকুর
সামনে দেখি পুকুর
পানিগুলো মুকুর।

আচমকা ঝপাং করে,
গেলামতো জলে পড়ে।
জানিনাকো সাঁতার
তার ছিড়েছে মাথার
পাইনা খুঁজে পাথার।

খাচ্ছি যখন হাবুডুবু,
মাফ করে দাও প্রভূ।
যেই করেছি তওবা
হাত ধরেছে কেবা
করছে পরম সেবা

চক্ষু মেলিয়া দেখি,
তোমার বাবা এ কি!

০৯সেপ্টেম্বর২৪সোমবার০১টা০০এএম২৮৮৪কবিকুঞ্জ