চলে যাওয়ার আগে সে হয়তো শেষবারের মতো একবার বলেছিল - ভালো থেকো।
তারপর ঝড় এলো, বৃষ্টি হলো অন্ধকারে ঢেকে গেলো পুরো শহর
পাখিরা বিশ্বাস হারিয়ে উড়ে গেলো দূরে কোথাও নতুন কোন ঠিকানায়
নক্ষত্রেরা ঘুমিয়ে পড়লো অবচেতন মনে
হঠাৎ কেউ একজন এতোকিছুর ভিড় থেকে জিজ্ঞেস করে ওঠলো কেমন আছো?
-কোথায় আমি তো মন্দ নেই, ভালোই আছি!
সে বলেছিলো আমি যেন ভালো থাকি!
আমি তার কথা-তেই ভালো আছি ভীষণ ভালো!
যেমন নদীর বুকে জল বিহীন নৌকো