এই পৃথিবীতে আমার প্রিয় কোন মানুষ নেই, বন্ধু নেই,
প্রিয় কোন আত্মীয়ও নেই; যেমন-টা আমি কারো নই!
অথচ আমার পানে তাকিয়ে দেখো আমি কি অবলীলায় একাকী বেঁচে আছি আমার আপন সত্ত্বা আঁকড়ে ধরে কারণ আমি তো জানি প্রিয় হতে গেলে জীবন নামক ডায়েরি থেকে মুচে ফেলতে হয় একটি শব্দ- ব্যক্তিত্ব!
আর আমি এই শব্দ ছাড়া মেরুদণ্ডহীন ব্যক্তি মানুষে পরিণত হতে চাই না।