যদি একদিন চলে যাই
যদি চলে যেতে হয়
নিয়তির নির্মম পরিহাসে
আমারে খুঁজে পাবে তুমি সবুজ ঘাসে
খুঁজে পাবে তুমি জারুলের গন্ধে
খুঁজে পাবে আমারে সবুজ পাতার
প্রতিটি পত্ররন্ধ্রে
যদি আমি একদিন হারিয়ে যাই
হারিয়ে যেতে হয়
শীতের কুয়াশার আগেই
তবে আমারে খুঁজে নিও
প্রভাতে সূর্য উদয়ের সাথেই
গোধূলি বেলাও খুঁজে দেখো আমায়
হয়তো পেয়ে যাবে
হয়তোবা নয়
তবুও জেনে রেখো আমি ছিলাম
একদিন তোমাদের সাথে
একদিন একই সাথে গেয়েছিলাম গান
শুধু এই কথার স্মরণে আমাকে বারংবার পাবে
দেহে থাকবে প্রাণ!
যদি একদিন চলে যাই
চলে যেতে হয়
এই ভেবে সারা গায়ে জাগে মোর ভয়!