আমি এমন কাউকে খুঁজছি যে রোজ নিয়ম করে শাড়ি পরে ; কপালে দেয় মস্ত বড় লাল টিপ!
অবশ্য সে গান গাইতে জানবে যখন আমার মন খারাপ হবে তখন সে গুন গুন করে আমার কানের কাছে এসে গান শোনাবে
আমি এমন কাউকে খুঁজছি যে আকাশ ভালোবেসে
রাতে ছাদের উপরে ওঠে একমনে আকাশ দেখে নিজেকে তৃপ্ত করে ; বিশ্বাসে ধরতে জানে প্রিয় জনের হাত, অনুভবে বুকে মাথা রেখে ঘুমোতে পারে সারা রাত
সত্যি আমি এমন কাউকে খুঁজছি যে রূপ নয় শিল্প মন ভালোবাসে
যে কবিতার চরণ শুনে কখনো হাসে আবার কখনো কাঁদে।
আমি জানি এমন মানুষ কাউকে কখনো ঠকাতে পারে না ; জানে না ছলনা শুধু জানে বিশ্বাসে ভালোবাসা