সমুদ্রের দিকে তাকিয়ে তুমি একবার বলেছিলে আমিও যেন সমুদ্র হয়ে উঠি যেখানে তুমি প্রত্যহ অবগাহন করে নিজেকে তৃপ্ত করে আমাদের ভালোবাসার স্বাদ আস্বাদন করবে।
আমি তো ক্রমেই আকাশপ্রেমি থেকে সমুদ্রপ্রেমি তার সমুদ্র হয়ে গেলাম
দেখো রোজ কতশত ঢেউ আমার বুক থেকে আছড়ে পড়ে তীরে, কত দুঃখ ফিরে আসে একেবারে ধূসর বর্ণ নিয়ে, কতজন কত মন আমাকে উপলব্ধি করে কিন্তু আমি তো তোমার দেখা পেতে চেয়েছিলাম শুধু তোমার!
প্রিতম সেদিন ঠিকই বলেছিলো যে ভালোবাসায় শর্ত থাকে সেই ভালোবাসা বেশিদিন নয় কিছুদিন ঠিকে থাকে
তবে কি আজ তার কথাই সত্যি হলো?
আমি তো আকাশপ্রেমিই ভালো ছিলাম
অযথা আমাকে যেখান থেকে তুমি কেন সমুদ্র নামিয়ে আনলে?
আকাশ থাকতে পারলে তোমার প্রত্যাখানে আজ আমি কান্না করে সমুদ্রে ঠাঁই দিতে পারতাম আমার দুঃখগুলোকে
কি করুণ অবস্থা দেখো আজ তুমি সেই সুযোগটুকুও কেড়ে নিয়ে আমাকে শূন্যে ভাসালে একেবারে শূন্যে...