তুমি সমুদ্র ভালোবাসো বলেই কোন এক বসন্তের বিকেলে বলেছিলে আমি যেন তোমাকে একটিবার হলেও সমুদ্রের খুব কাছে নিয়ে যাই, দেখো, দেখো চেয়ে আমি আজ এসেছি।
চিৎকার করে জানাতে চাই সাক্ষী থেকো আকাশ, সাক্ষী থেকো দূরের পাহাড় আমি আজ আমার প্রিয়তমার কথা ভেবে এসেছি বিশাল সমুদ্রের বুকে নিঃসঙ্গতাকে একেবারে দূরে ঠেলে ভীষণ দূরে।
আমার অনুভবে সমুদ্রের উত্তাল ঢেউ মনে হলো এগুলো ঢেউ নয় তোমার আমার মনের বিরহ, তোমার আমার হাজারো স্মৃতির উত্থান পতন।
জানো প্রিতম সেদিন ঠিকই বলেছিলো সমুদ্রে আমি একটিবার আসলে আর ফিরে যেতে পারবো না কারণ তোমাকে আবার নতুন করে দেখার ইচ্ছে আমাকে ধুঁকে ধুঁকে খাবে এখন দেখছি ঠিক তাই হয়েছে
আচ্ছা বলো আমি যদি এই সমুদ্রের বুকে তোমার জন্যে পুষে রাখা সমস্ত ভালোবাসা উজাড় করে ভাসিয়ে দিই তুমি কি পাবে তার খোঁজ?
ওরা কি চিনবে তোমার ঠিকানা?
তারপর তুমিও কি পাঠাবে আমার জন্যে হৃদয়ে পুষে রাখা তোমার সমস্ত ভালোবাসা?