হেমন্ত এসেছিলো ঠিক-ই তবে সেটা গুটি কয়েক বছর আগে
তখন চারিদিকে সোনালি ফসল , কৃষকের হাসি, গ্রামীন মেঠোপথ ধরে ছুটে চলা বালক, নতুন খড় দিয়ে তৈরি করা ছোটো ছোটো ঘর সবই ছিলো,
মৃদু কুয়াশায় ভোরবেলা মক্তবে ছুটে চলা পাখিদের দল দেখে দূর থেকে অতিথি পাখিরাও কণ্ঠে গান তুলে সখ্যতা গড়ে তুলতো।
তবে আজ এই হেমন্তে ভোর হতেই শুনি শুধু যান্ত্রিক আওয়াজ, দেখি কৃত্রিম দালান, বাহারি মানুষ!
আহা কি চমৎকার ছিলো আমাদের শৈশব আজ এই দৃশ্যগুলো দেখে অনুভূত হয়।।।