যম
আনোয়ার আল ফারুক
..
ইংরেজিটা জটিল লাগে
অঙ্ক লাগে বিষ,
জ্যামিতিটা কষতে গেলে
হারাই কেবল দিশ।
..
বাংলাটা ঠিক এলোমেলো
বিজ্ঞান হারাই খেই,
মাথা আমার ঘুরে কেবল
অঙ্কনটা নিই যেই।
..
সাধারণ জ্ঞান ব্যাড়াত্যাড়া
ভাল্লাগে না আর,
হাতের লেখায় মন বসে না
পাই না কলম ধার।
..
সমাজটা ঠিক আরো জটিল
মনে থাকে কম,
ভুগোল সেতো আমার কাছে
আস্ত যেন যম!
..
ধর্ম শিক্ষা যেমন তেমন
কম্পিউটার ভয়,
তবে কী আর লেখা পড়া
আমার জন্য নয়?#