টুনটুনি
আনোয়ার আল ফারুক
..
টুনটুন টুনাটুন গান শুনি
ছা ফুটালো টুনটুনি
তুলতুলে দুই ছা,
ফুড়ুত ফুড়ুত উঠছে যে রোজ
আনছে খুঁজে মজার-ই ভোজ
টুনটুন ছানার মা।
..
নাদুস নুদুস টুনটুন ছানা
রঙ পালকে সাজছে ডানা
আলতো নরম গা,
তিড়িং বিড়িং নাচন তোলে
মনের সুখে শাখায় দোলে
লিকলিকে দুই পা।
..
রঙের ডানায় পালক এলে
মিষ্টি রোদে ডানা মেলে
উড়ল শেষে ওই,
পাতার আড়ে সুখ বসবাস
ঘাসফড়িং আর সবুজাভ ঘাস
টুনটুনিদের সই।#