তাল কুড়ানি কাল
আনোয়ার আল ফারুক
..
ডাক দিয়েছে বুবু আমার, কইরে তোরা কই
তাল পড়েছে তাল পড়েছে বকুল তলায় ওই,
বুবুর কথায় দৌঁড় দিয়েছি মাড়িয়ে হাঁটু জল
এক পলকে যাই পৌঁছে যাই তালগাছের-ই তল।
..
চোখ হয়েছে ছানাবড় ওরে বাপরে বাপ
তালতলাতে বসে আছে আস্ত গোখরা সাপ!
ফণা তোলে গোখরা যেন বলে খোকা আয়
পথ হারালাম এখন আমি ডানে কিংবা বাঁয়।
..
ভয়ের চোটে উঠছে কেঁপে আমার দেহ মন
এই বুঝি বদ গোখরা সাপে করবে যে দংশন!
মনের মাঝে উঠলো ভেসে সেই যে ভীষণ কাঁপ
দেহে আমার ভর করেছে একশ ডিগ্রি তাপ।
..
জান বাঁচাতে তবু আমি দিয়েছি এক ফাল
যেই ফালটা আমার তরে হলো আস্ত কাল,
ছিঁড়ে গেল পায়ের তলা উঠল সেথায় ছাল
ব্যথায় ব্যথায় এখন আমার গাল হয়েছে লাল।
..
বুবু আমার সাথে করে যেই গিয়েছি ফের
এবার আমি আসল সত্য পেয়েছি যে টের,
যাকে আমি সাপ ভেবেছি সেতো মরা গাছ
ভুল ভেবেতো আমি করছি নিজের সর্বনাশ।#