শব্দের ফেরিওয়ালা
আনোয়ার আল ফারুক
.....
আমি এই শহরের শব্দের এক ফেরিওয়ালা
আমার ঝুলিতে আছে নানান স্বাদের শব্দ সমাহার
আমি দিন প্রতিদিন শব্দ শব্দের পসরা সাজাই,
শব্দ শব্দে খেলি,নিশিতে শব্দের বাসর সাজাই।
আমি নির্জনে এই শব্দের সাথে ভিড় ভিড় করে মনের কথা বলি,
শব্দের হাত ধরে জীবনের গলিপথ মাড়াই যুগ যুগান্তরে,
শব্দেরা আমার মনের কথা বুঝে আর
আমার নিঃসঙ্গতায় আমাকে বেশ সময় দেয়,
মাতিয়ে রাখে আমার চারিদিক।
আমি শব্দের প্রেমে বন্ধুর পথ মাড়াই দিন দিনান্তে
আমি শব্দ ভালোবাসি শব্দেরাও আমায় ভালোবাসে
আমার আর শব্দের মাঝে নেই কোন তফাৎ, নেই কোন জটিল সমীকরণ।আমি আর শব্দ ঠিক একই অক্ষের দুই বাসিন্দা মাত্র।#