শেষ পদচিহ্ন
আনোয়ার আল ফারুক
..
বেলাশেষ,
লাল টুকটুকে সূর্যের অস্তমিতের দৃশ্য অনেকের কাছে বেশ উপভোগ্য হলেও আমি দেখি ঠিক অন্যভাবে, আমার তৃতীয় চোখ তৈরি করে সম্পূর্ণ এক ভিন্ন দৃশ্যপট, এভাবে নিত্যকার সূর্য মহাকালের গর্ভে বিলিন হচ্ছে আর হারিয়ে যাচ্ছে তার প্রতিটি সময়।
জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে সূর্যের অস্তমিতের নিদারুণ দৃশ্যপট দেখছি রোজ রোজই, আর হৃদয়ের মানসপটে এঁকে চলছি বিদায় সাইরেনের সুকরুণ এক আর্তনাদ।
হৃদ কম্পনের মত মাঝে মাঝে কেঁপে ওঠে মন আর মনন, ভুমিকম্পের মত ঝাঁকুনি দেয় সমস্ত দেহ তন্তুতে।
আমিও এভাবে বেলাশেষে একদিন ঠিকই হেঁটে যাব মহাকালের ওপারে আর আমার কবিতারা আমার বিরহে নিরবে নিভৃতে কেঁদে ফিরবে তাবৎ দুনিয়ায়।
একদিন দু'দিন এভাবে কবিতাদের শোকও ঠিকই ফুরিয়ে যাবে আর  বসুধায়  মুছে যাবে আমার শেষ পদচিহ্ন।#