শরৎ রূপ
আনোয়ার আল ফারুক
..
শরৎ বনে পাপড়ি মেলে ফোটে রঙিন ফুল
মোহনীয় কাশফুলেরা মাতায় নদীর কূল,
সেজে উঠে আল্পনাময় সবুজ ক্ষেতের আল
শুভ্র শাদা রূপে ভাসে ছাতিম ফুলের ডাল।
..
পাকা তালের মধুর ঘ্রাণে উতলা করে মন
ঘরে ঘরে পিঠা-পুলির দারুণ আয়োজন,
বিকেল আকাশ নেয় দখলে শাদা বকের দল
ডালে ডালে পাখ-পাখালীর ভীষন কোলাহল।
..
আসমানজুড়ে রঙধুনুরা এঁকে যায় সব রঙ
বিলের জলে শাপলা ফুলে দেখায় শত ঢঙ,
ধানের ক্ষেতে ঘাসফড়িং উড়ে উড়ে বেড়ায়
প্রজাপতি দোল খেয়ে যায় রঙ মাখানো ডানায়।
..
রাতের জোছনা ছড়ায় যেন আলো হাসির বান
হাসনা হেনা শিউলি ঘ্রাণে যায় জড়িয়ে প্রাণ,
ক্ষণে ক্ষণে দেয় নাড়া দেয় মৃদু সমীরণ
সুখের আবেশ ছড়ায় যেন সবুজ শ্যামল বন।
..
শিশির ভেজা দূর্বা ঘাসের কোমল কচি গায়
রোজ সকালে ধান শালিকে চুমু এঁকে যায়,
ক্ষেত ফসলে উঠছে ফুটে আলতো শরৎ রূপ
দেশটা আমার আস্ত যেন সোনা ভরা কূপ।।#