সবুজের হাতছানি
আনোয়ার আল ফারুক
আমাদের আকাশেতে কতশত নীল
নীল রূপ দেখে নিতে খুলে নাও দীল,
পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যায় নদি
মন প্রাণ গলে যাবে চোখ মেলো যদি।
..
সাগরের বুকজুড়ে ঢেউ সব খেলে
গাঙচিল ওড়ে চলে রঙডানা মেলে,
বেলা শেষে নীলজলে সুরুজের ডুব
রাত এলে মেতে উঠে জোছনারা খুব।
..
সমীরণে দোল খায় সবুজের বাঁক
ডালেডালে রয় বসে পাখিদের ঝাঁক,
পাপড়িতে হেসে উঠে কত বুনোফুল
জমে উঠে কোলাহলে নদীনালা কূল।
..
থোকা থোকা ঝুলে থাকে কতশত ফল
ছেলে বুড়ো সকলের জিভে আনে জল,
বনঝাঁড়ে শীতলের মায়াবীয় ছায়
অবিরত ঝরে সুখ ডানে আর বাঁয়।
..
মায়াবীয় সবুজের হাতছানি মাঠে
রূপরঙে মশগুল প্রকৃতির পাঠে,
সোনাফলা মাঠঘাট ফসলের ভুঁই
প্রিয় এই সবুজটা মন মনে ছুঁই।