রূপরূপালির ঢেউ
আনোয়ার আল ফারুক
..
সারসপাখির শুভ্র ডানায় শরত এলো দেশে
মেঘকণেরা আকাশভেলায় পর্যটকের বেশে,
প্রজাপতি দাবড়ে বেড়ায় নরম ডগার ঘাসে
দেশটা আমার রঙবাহারি রাঙা ঠোঁটে হাসে।
..
দীঘলজলে পানকৌড়িদের ডুবোডুবো খেলা
আকাশমেঘের মাখামাখি চলছে সারাবেলা,
নেই কোথাও একটুখানি বৃষ্টিমেঘের ফোঁটা
কী অপরূপ সাজ ধরেছে জবাফুলের বোঁটা।
..
নদীর কূলে কাশফুলেদের শুভ্র সতেজ হাসি
এই যেন এক রূপের নহর ঝরছে রাশিরাশি,
রবির আলোয় রোজবিহানে পদ্ম হেসে ওঠে
দেশের ছবি আঁকা যেন হলদেপাখির ঠোঁটে।
..
শাদামেঘের আনাগোনায় সাজে আকাশ ভেলা
রঙের ছোঁয়ায় চলছে যেন লালসবুজের খেলা,
নদীর কূলে কাশফুলেরা পড়ছে ওই যে ঝুঁকে
রূপরূপালির ঢেউ ওঠেছে বাংলাদেশের বুকে।