রেলগাড়ি যদি না থামত
আনোয়ার আল ফারুক
..
যাপিত জীবনের অবহেলা বঞ্চনা আর গ্লানি মনের স্যুটকেচ ভরে শেষতক চড়ে বসলাম একটা রেলগাড়িতে।
গার্ড সিগনাল পেয়ে রেলগাড়ি ছুটছে, গন্তব্য ঠিক আমি জানি না, তবে কোন স্টেশনে থামতেই আমার কলিজায় মোচড় দিয়ে উঠে, চিকন ঘামে সমস্ত দেহ ঘেমে যায় আর লোমকুপ শিহরণ তোলে, না জানি এটাই শেষ স্টেশন?
ইশ, রেলগাড়িটি যদি কোথাও না থেমে জীবনভর এভাবে ঝনঝনাঝন শব্দ তোলে অজানার উদ্দেশ্যে ধেয়ে চলত তবেই ভাবতাম যাকগে,অন্তত আমার টিকেট কাটা এই একটি আসনের আমি মালিক আর আমার যাপিত জীবনের দুখগুলো রেলের ঝনঝনাঝন শব্দের কাছে নিলাম দিয়ে কিছুটা স্বস্তিতে বাদবাকি সময় কেটে দিতাম!