প্রিয় বাংলাদেশ
আনোয়ার আল ফারুক
..
যেখানে রোজ নিয়ম করে পঠিত হয় শান্তির স্মারক
যেখানে জাত ধর্ম বর্ণে  তৈরি করে সম্প্রীতির ছক,
যেখানে রোজ সূর্য ওঠে সুখ বিহঙ্গের রঙিন ডানায়
যেখানে মনো মাধুরি পসরা সাজায় আপন আঙিনায়।
..
যেখানে প্রেম তুলির পরশে অঙ্কিত হয় জমিনের বুক
যেখানে মন গভির আস্থায় স্বপ্ন বুনে রাতের ডাহুক,
যেখানে রচিত হয় বিশ্বাসের-ই নতুন ইতিহাস
যেখানে যুগ যুগান্তরে গড়ছে সুখোময় বসবাস।
..
যেখানে মাঠ বিস্তৃত হয় অগাধ এক সবুজ আলপনায়
যেখানে সুখ হাতছানিতে ডাকছে বন শ্যামলিমার গাঁয়,
যেখানে রাত জোছনার বুকে মাতম তোলে আয়েশি ঢঙ
যেখানে জুঁই গোলাপ পলাশ জবায় ছড়ায় মোহের রঙ।
..
যেখানে কার্ণিশে বাসা বুনে বিশ্বাসী আবাবিল
যেখানে জলকেলিতে মগ্ন রয় সাদা ঠোঁটের গাঙচিল,
যেখানে সাগর-নদী বিলঝিল মিলে মিশে একাকার
যেখানে ঠায় মাথা উঁচু করে দাঁড়ায় স্বপ্নীল পাহাড়।
..
যেখানে সেতু বাঁধন তৈরি করে ক্ষেতের সরু আল
যেখানে প্রীতির বাহুডোর রচিত হয় অনাদিকাল,
যেখানে পালিত হয় ধর্মীয় সালাত পুজো নিজ নিজ
যেখানে সমূলে উৎপাটিত হিংসার অযাচিত বীজ।
..
যেখানে পাড়ায় মহল্লায় বসে বিকেল সম্প্রীতির হাট
যেখানে সবক দেয় পড়শি মিলে মিশে থাকা পাঠ,
যেখানে রয় কেবল দেশ মাটি শেকড়ের মমতার টান
যেখানে স্বজনে প্রেম প্রীতি ভালবাসা চির অম্লান।
..
যেখানে রোজ আস্থার ভেলায় চড়ে কাঙ্খিত প্রভাত
যেখানে হয় মানব মানবে মমতার নেক মোলাকাত,
যেখানে ছড়িয়ে রয় মেশক খশবুর প্রীতিময় আবেশ
সেতো আমার জন্মভূমি আমার-ই প্রিয় বাংলাদেশ।#