পেরুলে আর কয়টা ধাপ
আনোয়ার আল ফারুক
..
হয় যে কী আর সব মানুষে
জর্জ কিংবা ব্যারিস্টার,
কেউবাতো হয় নেতা গোছের
এমপি কিংবা মিনিস্টার।
..
হয় নাতো আর সব মানুষে
ডাক্তার কিংবা প্রফেসর,
ভাগ্য গুণে কেউবা আবার
হয় ভার্সিটির চ্যান্সেলর।
..
হয় যে কী আর সব মানুষে
মানুষ গড়ার কারিগর,
এই সমাজে কেউ হয়ে যায়
জোকার কিংবা বাজিকর।
..
হয় নাতো আর সব মানুষে
ইয়া বড্ড বিজনেসম্যান,
এর মাঝেতো কেউ যে বিলায়
শিক্ষকতায় মন্ত্র জ্ঞান।
..
তবে কেন আমার উপর
পড়ালেখার এত্তো চাপ,
চাপের বোঝা সরবে কবে
পেরুলে আর কয়টা ধাপ?#