নবান্নের আঁচ
আনোয়ার আল ফারুক
..
দল বেঁধে সব যাচ্ছে কোথায়
গাচ্ছে কীসের গান,
কীসের আমেজ তাদের মনে
ছড়ায় খুশির বান?
..
দেখলাম শেষে তাদের পাশে
হাসছে সোনা ধান,
যেই হাসিতে হার মানায় যে
জোছনামাখা চাঁন।
..
বায়ুর তালে ধানের শীষের
মায়াবি এক রূপ,
ধানের আলে জানান দিলো
যায় না থাকা চুপ।
..
তাইতো দেশে আঁচ লেগেছে
নবান্নের-ই আঁচ,
ক্ষেতের আলে রোজবিহানে
ধানশালিকের নাচ।
..
এই খুশিতে চাষার মনে
কী যে দারুণ সুখ,
এই হাসিটা করবে বিদায়
দেশের যতো দুখ।#