মনুষ্যত্বের পোস্টমর্টেম
আনোয়ার আল ফারুক
..
ইট পাথরের চার দেয়ালে থাকতে থাকতে কেন জানি নিজকেও ইট পাথরের মতো জড় পদার্থ মনে হয়,নির্জিবতাই ভর করছে জীবনের পরতে পরতে,যেন গোটা দেহ মন পাথুরে বস্তু।
চারপাশে কোথায় কী হচ্ছে, এমনকি নিজের আশপাশেও কী হচ্ছে তার খোঁজ নেই, খোঁজ নেয়ার তাড়াও নেই।
পাশের জনের কান্নার শব্দটাও আজ আর কর্ণকুহুর ভেদ করে না, মন মননে স্পর্শ করে না কারো করুণ আর্তি,এই কেমন মানুষ আমি? কোথায় আমার মনুষ্যত্ব আর বিবেকবোধ?
এটা নেহায়েত মনুষ্যত্ব আর বিবেকবোধের অপমৃত্যু।
অবয়বে মানুষ হলেও বাস্তবে কী মনুষ্যত্বের সিকিভাগও অর্জন করতে পেরছি?