মায়ের ঋণ
আনোয়ার আল ফারুক
..
সবার চেয়ে বেশি প্রিয়
কোন মানুষটা বলো,
আমার তরে কার আঁখিদ্বয়
হয় যে টলোমলো?
সেই যে আমার মা জননী
আমার চোখের মনি।।
..
নিজের সুখের কথা ভোলে
কোন মানুষটা থাকে,
মোমের মতো জ্বলে পুড়ে
জীবন চলার বাঁকে,
মা যে আমার মহান রবের
রহমের এক খনি।।
..
নেই যে ছুটি নেই অবসর
রোজের পরে রোজে,
জনমজনম যায় খেটে যায়
পরের সুখের খোঁজে,
এমন মায়ের তুলনা যে
হয় না কোনদিন,
যায় কী শোধা কখন কভু
মায়ের এমন ঋণ?।
..
হৃদ গহীণের ভাঁজে ভাঁজে
মা তোমাকে রাখি,
একটুখানি আঘাত পেলে
খুব যে তোমায় ডাকি,
মা তোমাতে শোনতে পাই যে
রবের প্রতিধ্বনি।।#