মানুষ হবার স্বপ্ন
আনোয়ার আল ফারুক

ওড়বে তুমি আকাশ সীমায় ঘুরতে দেশেদেশে
শেখার নেশায় ঘুরবে তুমি পর্যটকের বেশে,
এই পৃথিবী রাখবে সদায় তোমার হাতের মুঠে
জীবননদের হাল ধরে তাই যাওযে তবে ছুটে।
..
লক্ষ্যপানে ছুটতে যেয়ে করবে না আর হেলা
একটুখানি করলে হেলা কাটবে কঠিন বেলা,
ওই দেখ ওই সফলতায় হাতছানিতে ডাকে
পৌঁছতে হবে এই তোমাকে সফলতার বাঁকে।
..
জীবন জয়ের সফলতায় যারা ছিল মাঝি
ছিল তারা তাদের যুগে সকল কাজের কাজি,
বেশ সাধনায় করছে হাসিল সফলতার চাবি
খুব যতনে করছে পুরণ যুগ জামানার দাবি।
..
মানুষ হবার স্বপ্ন এঁকে সামনে এবার চলো
ভয় ভীতি আর হতাশাকে দু'পায়েতো দলো,
দেখবে শেষে এই পৃথিবী সালাম তোমায় ঠুকে
তোমার বসত উঠবে গড়ে ভালোবাসার বুকে।