বোধের দুয়ারে অদৃশ্য তালা
আনোয়ার আল ফারুক
..
যান্ত্রিক সভ্যতায় আমরা রোজ রোজে ছুটছি যেমন ছোটে বিরামহীন নদ_নদীর স্রোত, এখানে আমরা পৃথিবী নামক গ্রহের বাসিন্দা তবুও আমাদের মাঝে যোজন যোজন পার্থক্য; বিভেদের অভেদ্য শিসাঢালা দেয়াল, সাদা কালো ধনী গরিব রাজা প্রজার ব্যবধান।
অথচ আমরা সবাই এক আদি পিতার সন্তান, সবারই রক্ত লাল।
সামান্য স্বার্থে আমরা ধংশযজ্ঞ করে তুলি বসুধার সুন্দর পুত পবিত্র সাবলিল পরিবেশকে,বাস অযোগ্য করে তুলছি চির সবুজাভ ভুমিকে, আমরা কতটা হিংস্র দানবীয় আচরণে অভ্যস্থ!
আমাদের বোধের দুয়ারে অদৃশ্য তালা ঝুলছে, অনুভূতিগুলো জিরো টলারেন্সে নেমে এসেছে, অথচ আমরা মানুষ!মানবতায় বিপর্যয় নেমে আসলে কী করে আমরা বাঁচব? কী পরিচয় বহন করবে আমাদের অনাগত প্রজন্ম?
আমরা কী পারি না বোধের দুয়ারের জঙধরা অদৃশ্য তালা ভাঙতে? পারি না কী শ্বাশত মানবতা ফিরে আনতে? আনতেই হবে। না হয় অনাগত প্রজন্ম আমাদের ক্ষমা করবে না, ক্ষমা করবে না পৃথিবীর ইতিহাসও।