বড্ড কৃপণ
আনোয়ার আল ফারুক
..
কৃপণ চেনো কৃপণ চেনো
কৃপণ কাকে বলে,
কৃপণ লোকের সংজ্ঞাটা তাই
কার বেলাতে চলে?
..
নিয়ম মাফিক অর্থ খরচ
করে না যে জনে,
এই সমাজে এমন লোকে
কৃপণটা ঠিক বনে।
..
দান সাদকাতে নেই মনোযোগ
নেই যে দীনের কাজে,
কৃপণতার সব আলামত
খুঁজো তার-ই মাঝে?
..
তার চেয়েতো বড্ড কৃপণ
সালাম দেয় না লোকে,
তৃপ্তির ঢেকুর তুলে সে যে
অহংকারি ঢোকে।
..
যার মাঝে নেই নেক সালামের
প্রচলনটা আজো,
তুমি মানুষ বড্ড কৃপণ
যত-ই সাধু সাজো।।