ভাঙাগড়ার ইতিহাস
আনোয়ার আল ফারুক
.....
ভাঙার মাঝে ধ্বনিত হয় আরেক নতুনের আগমনী বার্তা সব ভাঙাইতো আর শেষের নয়, কিছু ভাঙা নতুন করে গড়ার।
গড়তে হলে ভাঙতে হবে, এই ভাঙা সুখকর, এই ভাঙা প্রীতির। পৃথিবীর ইতিহাসই ভাঙাগড়ার।
একেকটা সভ্যতা ভাঙছে বলেই বিপরীতে সেখানে গড়ে উঠছে আরেকটি সম্ভাবনময় নতুন সভ্যতা।
সাগর নদীর একপাড় ভাঙে বলে আরেক পাড় কিংবা মাঝ সাগরে গড়ে উঠে আরেকটি আশার নতুন দ্বীপ।
ডিমের খোসা না ভাঙলে কী করে বেরিয়ে আসত আরেকটি তুলতুলে নতুন প্রাণ?
তাই  পুরাতনকে ইচ্ছে মত ভাঙতে দাও, গড়তে দাও নতুনের আরেক সৌধ আর জায়গা ছেড়ে দাও অনাগত প্রজন্মের জন্য।#