বরষা নামার গীতি
আনোয়ার আল ফারুক
..
বৃষ্টি ভেজা বকের ছানা তালের ডগায়
রোদের ঝিলিক মেখে চলে আপন ডানায়,
বিলের পানি উঠছে নেচে বৃষ্টি ফোঁটায়
রূপ নহরে উপচে পড়ে ফুলের বোঁটায়।
..
শাপলা ফুলের পাপড়িজুড়ে রঙের খেলা
গাঙের চরে বক শালিকের মিলন মেলা,
বৃষ্টির ফোঁটায় নাচন তোলে পদ্মবিলে
গাঙচিলেরা পুঁটি পাবদা খাচ্ছে গিলে।
..
ডুব সাঁতারু পানকৌড়িরা দাবড়ে বেড়ায়
কদম কেয়ার রূপে পথিক থমকে দাঁড়ায়,
বন -বনানী সাজছে নতুন সজিবতায়
রূপের বাহার ঝরছে পড়ে সবুজ পাতায়।
..
সাগর নদী উঠছে ফুঁসে কানায় কানায়
আলো ছড়ায় প্রজাপতির রঙিন ডানায়,
গাঙের বুকে ছলাৎ ছলাৎ নৌকা চলে
জেলেরা সব মাছ ধরেছে নদীর জলে।
..
ঝরঝর ঝরঝর নামছে বৃষ্টি রাত দুপুরে
বৃষ্টি ফোঁটায় ছন্দ তোলে পায় নূপুরে,
আলপনার উঠছে ফুটে নকশি কাঁথায়
বর্ষা নামার গীতি লেখে মনের খাতায়।।#