বাঁক বদলাতো তোমার রূপ
আনোয়ার আল ফারুক
..
জাতির ঘাড়ে মরণ কামড় দিল যখন স্বৈরাচার
বাদ প্রতিবাদ রুখে দিয়ে করল যতো অবিচার,
বাঁক বদলাতো তোমার রূপ
থাকতে সদায় ভীষণ চুপ,
এখন আসছ বুঝে নিতে স্বার্থ হাসিল অধিকার।