তুমি আমার
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
তুমি আমার- সেই আরাধ্য, তরে যার নিত্য আরাধন
তুমি আমার- সুখের আধার মনের গহন মনআবাসন।
তুমি আমার- ঊষর মনে উপ্ত ফুলের গোলাপ চারা
তুমি আমার- মনপবনে বইয়ে চলা সুবাসধারা।
তুমি আমার- হৃদআকাশে ঝলকে ফোটা সন্ধ্যাতারা,
তুমি আমার- নন্দ মনের স্পন্দে রাঙা অন্ধকারা।
তুমি আমার- শীর্ণ নদে জোয়ারবানে তূর্ণধারা,
তুমি আমার- প্রেমের তরী নাব্য পাওয়া জীবনসারা।
তুমি আমার- বিশ্বাসের নিঃশ্বাসে বহা প্রাণস্পন্দন,
তুমি আমার- প্রেমডোরে বাঁধা সেই অছেদ্য বন্ধন।
তুমি আমার- প্রেমপরশে প্রাণে জাগা অনাবিল সুখ,
তুমি আমার- স্বপন তুলিতে আঁকা সেই মানসীর মুখ।
তুমি আমার- হৃদকাননে ফোটা প্রেমের রাতকামিনী,
তুমি আমার- গন্ধে উতল উদাস বায়- বসন দামিনী।
তুমি আমার- মনোবন্ধে ফোটা একই সুরভী ফুল
তুমি আমার- অন্তরে অন্তরে রচা অভেদম কূল।
তুমি আমার- নন্দবনে ফুল ফোটানো বনমালি,
তুমি আমার- চিত্তফুলে অর্ঘ দানে প্রীতির ডালি।
তুমি আমার- হরষ পরশ চিত্তে বহা সুখের গীতি,
তুমি আমার- অমানিশার আঁধারহরা পূর্ণতিথি।
তুমি আমার- মনের অবারিত মুক্ত সেই নীলাম্বর,
তুমি আমার- ঝড় কবলিত মনের নিরাপদ নোঙর।
তুমি আমার- ক্লিষ্টপ্রাণে নিত্য বহা সুখের ছন্দ,
তুমি আমার- বিহগ পাখায় মুক্ত সেই জীবনানন্দ।
তুমি আমার- চিত্তনদে ঊর্মি দোলায় হরশ খেলা,
তুমি আমার- মনপবনে উজান বহা প্রেমের ভেলা।
তুমি আমার- মনের গাঙে বইয়ে চলা সুস্থধারা
তুমি আমার- মনোআকাল বদলে ফেলা জীবনধারা।
তুমি আমার- হৃদকাননে ফুলে ফুলে বসন লগন
তুমি আমার- কুঞ্জবনে নিত্য পাতা বাসর সদন।
তুমি আমার- সদ্যফোটা বুকের শরম-তপ্ত মধু,
তুমি আমার- যৌবন মদে মত্ত নদে সোহাগবধূ।
তুমি আমার- কামকুমারির প্রথম মিলন প্রণয় ভীতি
তুমি আমার- প্রেমমদিরায় নিত্য বাসর মিলন গীতি।
তুমি আমার- প্রেমের তরীর রূপের নদীর সেই মিলন ঘাট
তুমি আমার- কুঞ্জবনে পুঞ্জমধুর সেই বনের বাট।
তুমি আমার- হরষ পরশ শিহর জাগা প্রথম প্রেম-পাঠ।
তুমি আমার- ফুলকলিতে দোল খাওয়া স্বপ্ন রঙিন মাঠ।
তুমি আমার- হৃদআকাশে প্রেমে ফোটা দীপ্তরবি
তুমি আমার- প্রাণদর্পণে ভেসে ওঠা জীবনছবি।
তুমি আমার- ফুলে-ফলে-পর্ণে পূর্ণ কাননবীথি
তুমি আমার- মর্মে বাজা নিত্য নতুন সুখের গীতি।
তুমি আমার- নিত্য ক্ষুধা চিত্ত সুধা জীবনতৃষা
তুমি আমার- পথের মাঝে পথহারার পথের দিশা।
তুমি আমার- কবিতার দেহকোষে দীপ্ত জ্যোতিষ্ক
তুমি আমার- সৃষ্টির আকাশে সদা উর্বর মস্তিষ্ক।
তুমি আমার- প্রাণ-দর্পণে কালের দীপিত দীপিকা
তুমি আমার- জাগ্রত বিবেক দ্বারে জীবন গিতিকা।
তুমি আমার- নগ্নকান্তি সৌরভ রসনা বন্দিতা
তুমি আমার- কুঞ্জ কামনা পুঞ্জে সদা নন্দিতা।
তুমি আমার- কামনা সর্গে অনন্ত কামরঙ্গিনী
তুমি আমার- স্বর্গের উদয়াচলে মূর্তমোহিনী।
তুমি আমার- কম্প্রবক্ষ হরশ চঞ্চলা ষোড়শী
তুমি আমার- পুলক উল্লসি বিলোল হিল্লোল উর্বশী।
তুমি আমার- প্রণয় বিদুরা মানসী অন্তরবাসিনী
তুমি আমার- বিচিত্র রূপিণী কামমঞ্জুল রাগিণী।
তুমি আমার- রূপে ঘ্রাণে শতদলে বিকশিতা
তুমি আমার- অনন্ত যৌবনা পূর্ণ প্রস্ফুটিতা।
তুমি আমার- কমল কান্তি সুবাসিত পঙ্কজিনী
তুমি আমার- নন্দিন রঞ্জনে রূপ রস গন্ধে উদ্ভাসিনী।
তুমি আমার- নন্দন বনে কুসুম মঞ্জরি মন্দাকিনী
তুমি আমার- অন্তরব্যপিনী নন্দিন কাননবাসিনী।
তুমি আমার- কামনা নদীতে চপলা লহরী
তুমি আমার- চির কুমারি মনোমনহরণী ।
তুমি আমার- কুঞ্জবধূ মনোবনবিহারিণী,
তুমি আমার- স্বপ্ন সহচরী স্বপনচারিণী।
তুমি আমার- প্রেম সদনে নন্দন মধুনির্ঝরিণী
তুমি আমার- অর্ঘ গ্রহীতা নিত্য প্রেমপূজারিণী।
তুমি আমার- সেই জনা বিহনে জ্বলা বনের চিতা
তুমি আমার- কুহরে কুহরে পাওয়া মনের মিতা।
তুমি আমার- সেই বিহনে যার স্বর্গ হয় সুবাস হারা
তুমি আমার- সেই যার বিহনে মন রচে মৃত্যুধারা।
তুমি আমার- নিঃশ্বাসে নিঃশ্বাসে ফোটা স্বপ্নআশা
তুমি আমার- বিশ্বাসে কভু না ফোটা ফুল সর্বনাশা।
তুমি আমার- বিশ্বাস ফোটা ফুল-অনন্ত ভালোবাসা
তুমি আমার- নিঃশ্বাসে না খোঁজা কূল-চিত্তনাশা ।
ঢাকা, ২৩/১২/২০১৮