সৃষ্টিসেরা
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
আমরা মানুষ সৃষ্টিসেরা জন্মে কভু নয়
মনুষ্যত্বে হয় রে মানুষ কর্মে ধারা বয়।
সত্য তরে করে আরাধন পুণ্যে পরিতোষ
মনুষ্যত্বে পরিপূর্ণ যার স্বভাবের কোষ।
পরের হিতে ব্রত জীবন মর্মে গাঁথা যার
জগৎদুখে হয় যে দুখী ভাঙে মনোদ্বার।
পিতামাতা ও গুরুজনে যে আজ্ঞাবহ হয়
নিজধর্ম ও সৃষ্টিকর্তায় অনুগত রয়।
সৃষ্টির সেরা মানুষ-যার অনন্ত সাধন
জীবসত্তাকে করে মানবসত্তায় রূপণ।
ত্যাগী তীর্থ প্রাণে নাই লোভ তরে পরধন
স্বার্থের বুক ত্যজি’ খুঁজে যে মানুষের মন।
নাই যশ-খ্যাতিলোভ, হিংসা শত্রুমিত্রভেদ
শামসম্প্রীতিকূলে রচে যে প্রাণের অভেদ।
বেড়িয়ে স্বজনবলয় ভুলে সর্বদুর্নীতি
সকল মানুষ তরে যার একরূপনীতি।
অবারিত মনোদ্বারে ফুটি’ সুবাস কানন
সবার তরে উন্মুক্ত যার মনোবাতায়ন।
সৃষ্টির সেরা মানুষ- যার অনন্ত সাধন
মুক্ত বিবেকে মনুষ্যত্বের ধারণ লালন।
হৃদয়কাননে বহি সদা সত্যের সুবাস
মিথ্যার ভুবনে নাই যার কভু বসবাস।
আত্মঅহংকারে যিনি নন কভু অভিমানী
সংযমী রসনা রাজ্যে শুধু বিনয়ের বাণী।
কর্মকর্তব্য পালনে কভু নাই যার হেলা
দায়বদ্ধতা পূরণে চলে জীবনের ভেলা।
শিক্ষায় জাগ্রত যার মানবিক মূল্যবোধ
আত্মদর্পনে ফুটন্ত সামাজিক দায়বোধ।
সৃষ্টির সেরা মানুষ- যার অনন্ত সাধন
আত্মচেতনবোধ বিকশে প্রাণের শোধন।
অঙ্গীকার রক্ষায় যে বদ্ধপরিকর হয়
কথায় আর কাজেতে যার সদা মিল রয়।
সত্য রক্ষায় অনড়, চিরউন্নত যে শির
বিপদকবলিত হৃদয় থাকে ধীরস্থির।
অন্তরে সত্য শাসন- মর্মে আঁটা ধর্ম যার
মানুষই তার মূর্ত প্রতীক- নহে কেহ আর।
সর্বভূতের সেবায় ব্রত- সৃষ্টিসেরা প্রাণ
অন্তরেতে মনুষ্যত্বে যার কীর্তি রচে মান।
সৃষ্টির সেরা মানুষ- তুল্য কেবা ধরাধাম
কীর্তিতে ধরা মূর্তপ্রতিম- ধন্য তব নাম।
ঢাকা, ১৬/০১/২০১৯