প্রতীক্ষা-অন্তরে মম
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
এ শ্রান্ত পান্থ কতনা কাল কালান্ত তব পানে তাকিয়ে উদাস নয়নে-
বাতাস যেথা হরষে দোলে তব ললাটিকার কুঞ্জিত অলক চুম্বনে।
গোলাপরাঙা কপোলে যেথা লালিত্য ফোটে মম প্রদীপ্ত প্রমোদ বাসনে।
কপোলের কালোতিলে যেথা জোছনার আলো ঝলে মম পরশ যাচনে।
সিক্ত অধরপল্লবে যেথা হরষ দোলে পরশের সে অতল গহনে।
তোমার শিউলি ফোটা বুকের হরষপরশ শিহরের কৌমত্বকাননে।
তব কুমারি কামকুঞ্জের কামিনীমোহন সৌরভের নন্দিন সদনে।
যেথা মম কবিতা হারায় সৃষ্টির উল্লাসে কবিত্বের নির্বাক চয়নে।
সেই সে সনে রয়েছে যে অনন্ত প্রতীক্ষা-অন্তরে মম আরাধ্য শয়নে-
তব পরশকাতর অঙ্গভাঁজের স্পন্দিত হরষের কাঙ্ক্ষিত বাঁধনে।
ঢাকা, ০৯/০৬/২০১৯