নারীমন
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
ছন্দ- মাত্রবৃত্ত-৪+৪+৪+৪

নারীমন বোঝা ভার, শতরঙ ঝলে তায়
রহস্য কিনারায় দেবতাই হেরে যায়।
অকূলের কূলে কূল আজও কেউ নাহি পায়
অজেয়ই রয়ে যায় আঁচলের ধূমছায়।
পুরুষের আজন্ম নারীমন সাধনায়
অস্ফুট ছবি আঁকে উৎসুক তুলিকায়।

নারীদেহে হরমোন প্রবাহের মাত্রায়
প্রভাবিত করে সদা ঋতুময় চাকাটায়।
প্রবাহের কমবেশে জৈবিক ক্রিয়াটায়
বৈচিত্র্য এনে দেয় মানসিক ভাবনায়।
অপক্ক ভাবনার ধোঁয়া ধোঁয়া কুয়াশায়
মেঘেরোদে করে খেলা নারীমননিলীমায়।
আনন্দ বন্যায় বিষণ্ণ মূর্ছায়
সকালের ফোটাফুল বিকালেই ঝরে যায়।

বয়সের ঔদাস্যে আবেগের তাড়নায়
বহুরূপী ঝলে রূপ টিন-এজ কামনায়।
তারল্যে মজে মন উৎসুক ভাবনায়
বহুজনে যাচে প্রেম মোহময় ছলনায়।
ললনার ছলনার কুহকের ঝলকায়
কত প্রাণ ভেসে যায় উদাসীন হলকায়।
নারীমন হয়ে সদা আবেগের কর্পূর
হঠাৎ’ই উবে যায় প্রেমময় রোদ্দুর।
হাসিখুশি নীলিমায় কালোমেঘ ঢেকে যায়
আঝরেতে ডাকে বান ঘনঘোর বরষায়।

রূপঘ্রাণ স্ততিতেই গরবের মহিমায়
স্রুতের রসায়নে অভিমান ভেসে যায়।
আপ্লুত আবেগের মন্দ্রিত ছলকায়
ফুলেফেঁপে গদগদ পুরুষের কুহরায়।
পরশের হরষের শিহরণ কম্পায়
মিলনের মোহনায় নাচে পুট অধরায়।
অনুরাগ বাসনার প্রদীপ্ত লজ্জায়
কম্পিত ফুটে রূপ বক্রিত মজ্জায়।
মিলনের মোহনায় কামাতুর ঘ্রাণেবায়
আঁচলের লাজে ভাঁজে বেঁধে রাখে প্রেমিকায়।

মধু সদা মধু নয় বারবার রসনায়
নারী যত মধুময় বহুরূপী ছলনায়।
ছলাকলা শিল্পের রামধনু কামনায়
পুরুষেরে বেঁধে রাখে সংসারমোহমায়’।
মনোদেহে ফুটি’ ঘ্রাণ টকঝালমিষ্টতায়
পুরুষের হরে মন হয়ে চির নবীনায়।
নারীমন বিভাজিত বহুরূপী ভূমিকায়,
স্নেহময়ী প্রেমময়ী বধূ-মাতা-ললনায়।
ঢাকা, ০১/০৬/২০১৮