মেঘ বৃষ্টি আলোর দেশে
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক

মেঘ বৃষ্টির আলোর দেশে
প্রজাপতির পাখায় ভেসে,
মনটা শুধু বেড়ায় হেসে
মায়ের আঁচলছায়।

মাঠের কোলে বনের বাটে
ঢেউয়ের পলে নদীর ঘাটে,
হরষ দোলে চাঁদের হাঁটে
আমার শ্যামল গাঁয়।

সবুজ ধানের এলোকেশে
মিষ্টি রোদের ঝলক হেসে,
ঢেউগুলো যায় ভেসে ভেসে
উদাস দখিন বায়।

দূরদিগন্তের প্রান্ত ছুঁয়ে
চক্রাকারে লুটিয়ে ভূঁয়ে,
নীলাচলটা রয়েছে নূয়ে
মিলনের মোহমায়।

বায়ুর বুকে ভাসিয়ে ভেলা
আলো আঁধারে বসিয়ে মেলা,
মেঘের কোলে রোদের খেলা
বরষার নীলিমায়।
ঢাকা, ২৭/০৩/২০১৯