মানস সুন্দরী
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক

কল্পস্বপ্নস্রোতে আঁকিনু তোমায় মানস সুন্দরী,
হে বিমূর্ত মোহিনী উর্বশী! নহ স্বর্গের অপ্সরী।
তুমি যে আমার শতজনমের কামনা পিয়াস
অতৃপ্ত বাসনা উদ্গিরিত জলন্ত ভিসুভিয়াস।
বিশ্বকামনা পুঞ্জিত বক্ষে হয়ে আমি দগ্ধ রবি
বাসনার অন্তরালে দেখি তব কামরাঙা ছবি।
তব সুরতকাননে ভাসি মম তনুমনহিয়া
হৃদয়ের লালিত্যে রাঙিনু উদাস পবন দিয়া।
চন্দন সুবাস হিল্লোলিত সেই রূপশতদলে
বিমোহিত মত্ত মদিরায় ঢেউ খেলি কলকলে-
যৌবন কুঞ্জের পুঞ্জিত কামিনী মোহন সৌরভে
দোলে ওঠে মম মনঃপ্রাণ প্রেমপুলক গৌরবে।
লীলায়িত চলনের দোলায়িত বক্রঅঙ্গভাঁজে
কামমদিরায় ঢেউ তোলে পুলকনন্দিন লাজে।
কাজলকালো নয়নতলে মোহাবিষ্ট মধুদৃষ্টি
বিদ্ধ মরুহৃদসাহারায় ঝরে প্রেমপুষ্পবৃষ্টি।
বসরাই গোলাপ আভায় রঞ্জিত অঙ্গপলেপলে
অপলক চোখের তারায় স্বপ্ন জাগে শতদলে।
নহ তুমি কল্পনা সুন্দরী, শতজনমের প্রিয়া
এ মনোপ্রাণ করিনু দান আরও দিনু মম হিয়া।–
কল্পলোক ছেড়ে যদি এসো এই সংসার মাঝারে
আদরে সোহাগে প্রেমচুম্বে ভরাবো সখি তোমারে।
ঢাকা, ৩০/০৩/২০১৯।