মাহে রমযান
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
মানবের তরে এই এলো মাস নাজাতের,
এসো ভাই বিধাতায় ক্ষমা চাই বেদাতের।
মরণের পরে ঠাঁই পেতে নিচ আরশের
রোজাদার হয়ে মন করি নাশ কুফরের।
সিয়ামের উপদেশ শুধু নয় উপবাস
করে বধ দিলেবদ সততায় সহবাস।
ত্যজিপাপ আজীবন রেখে নেক অবদান
সততায় বাঁধো প্রাণ বলে তাই রমাদান।
ষড়রিপু’ ক্ষমতায় করে নাশ সবিশেষ
সিয়ামেই পুড়ে দেয় কালিমার অবশেষ।
ত্যাগীমন করি চাষ করে সাফ ক্বলবের
পুড়ে দিল খাঁটি হয় ধরে রূপ মুমিনের।
রহমত খুলে দ্বার বসে রন বিধাতাই
নিয়তের খাসদিল চেয়ে নিই পুরোটাই।
রোজাদার আমানত বিধাতার রহমত,
সবুরের সাথে ভোগ করি তাঁর নিয়ামত।
তারাবীয় তুলে হাত দোয়া চাই সকলের
পাপীমন পানা চাই হতে পার হাশরের।
গরীবের তরে ভাই খুলে হাত করি দান
ইহকাল পরকাল পেতে সুখ উঁচু মান।
সাফায়াত নবীজির দরুদের ফযিলত
হেদায়েত হয়ে সব ধরি তাঁর তরিক্বত।
আজীবন মেনে সব কোরানের হাকিক্বত
বিধাতায় সঁপে মন করি তাঁর ইবাদত।
নিমগন হয়ে মন করি তাঁর আরাধন
পাপীমন শোধনেই সিয়ামের আগমন।
মুমিনের তরে এই সেরা মাস দাওয়াতের
গরীবের সহি হক করি শোধ যাকাতের।
ভেদাভেদ ভুলে সব মিলে কাঁধ সমতায়
এসো ভাই ছায়াতল ইসলামের পতাকায়।
ঢাকা, ১০/০৬/২০১৮