পেত্রার্কীয় পদ্ধতিতে রচিত সনেট
কবি
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক

করিয়া ধারণ পূত-পবিত্র জীবন,
একনিষ্ট আরাধনে পরম সুন্দরে।
বন্দিনি ষড়রিপুর অলুব্ধ অন্তরে,
ফুটায় প্রেমের ফুল, যে তাপস মন।
অর্জিত হয় আরাধ্য তৃতীয় নয়ন,
সেই হলো কবি। যার হৃদয়বন্দরে-
বহিয়ে প্রেমসুবাস, মানবতা তরে,
ভাবের কবিত্ববধূ বসে সিংহাসন।

সত্যের অন্তরাত্মায় পাতিয়া সংসার,
কল্পনার শতদলে সত্যে ফুটি’ আলা,
সুর ও ছন্দে আঁকে সে জীবনের ছবি।
ফুটিয়ে সত্যপ্রসুন মরুহৃদসাহারার
শূন্য বুকে, প্রশমিতে সেই দহজ্বালা,
করে বারি বরিষণ পিয়ে দগ্ধরবি।
ঢাকা, ০৯/০৬/২০১৮