কাম
সনেট- শেক্সপীরীয় পদ্ধতি
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
একাকীত্বের শৃঙ্গারে ঘুমন্ত কামনা,
বিরহীসদনে জাগে সে বনের চিতা।
স্মৃতিকল্পকোষে ভাসি মিলন বাসনা
প্রোষিতভর্তৃকা খুঁজে মনের মিতা।
ভৃঙ্গ বিহন কাননে ফুটন্ত কামিনী-
সৌরভে বন-বিহগ ওঠে কুহরিয়া।
আবেশ নন্দিত কুঞ্জে চঞ্চল দামিনী
নন্দন কাননে হাসে চমকিয়া চমকিয়া।
হারাপ্রেম ফিরে চায় মেলে শতদল
ঘুম ভেঙ্গে অমরার স্পন্দিত মজ্জায়।
ফুলবনে অলিটা গুনগুন করি হল
ঘ্রাণমধু লুটে যায় নন্দিত শয্যায়।
অলি দোলে কলি ফুটে, ভাসে কুঞ্জবন
ফুলে হুলে চুমোচুমি মাতে বৃন্দাবন।
ঢাকা, ১৬/০৮/২০১৮