জীবনতরী
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক

আর কতকাল করবি দেরি
অন্ধকারে বাইছি তরী।
ছন্নছাড়া নীতির ঢাল
লুব্ধবায়ে টালমাটাল।
তুই না এসে ধরলে হাল
সাধ্য কি মোর উড়াই পাল?

জীবনঘড়ি ডাক দিয়ে কয়
দুপুর পেরিয়ে বিকাল বয়।
বইছে হাওয়া ভীষণ তোড়
গহীন আঁধার বিবেকদোর।
তবুও ভাঙলো না রে তোর,
শ্রান্ত চোখে ঘুমের ঘোর।

এতই যদি ঘুমাস পরে
মনের ঘরে চুপটি করে
কেমন করে ফুটবে আলো
অকূলপাথার রিক্তঘরে?

মনের চোখে দীপ্তনূরে-
মুক্তধারার চেতনচূড়ে-
বন্দিবিবেক অন্ধধড়ে,
তুই যদি না জাগিস ওরে,
কেমন করে জীবনতরী,
ভিড়বে বলো আপননীড়ে-
মানবতার মুক্ততীরে?
ঢাকা, ১২/০৬/২০১৭