জাতীয়তার স্থপতি-সনেট
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
সৃষ্টির উল্লাসে ভাসি কে সে কবি আজ-
দীপ্তিতে তব প্রচ্ছদ আঁকি কবিতার,
জাতির সঙ্গীত রচে কীর্তিতে তোমার।
কালের দর্পণে ফুটি বিপ্লবের ঝাঁঝ,
জাতিধর্ম ঐক্যে, তুমি হে রাজাধিরাজ-
সৃষ্টিতে রচো প্রাণ এ দেশমাতৃকার।
কীর্তিময় ইতিহাস বছর হাজার-
তোমাতে শোভে বাঙালিশিরমণিতাজ।
হে সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি প্রাণ-
স্বাধীনজাতি ও জাতীয়তার স্থপতি।
যদ্দিন এ দেশে রবে নদী বহমান-
জাতি, পিতার আসনে নমি দেশপতি,
চেতন দীপ্তিতে শ্বসি তব কীর্তিঘ্রাণ-
দলমত্য নির্বিশেষ জানাবে প্রণতি।
ঢাকা, ১৭/০৪/২০১৯