চৈত্রের খরতা
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
মরমর পাতা ঝরে
বায়ুজল দীনতায়,
দরদর ঘাম ঝরে
চৈত্রের খরতায়।
ধু ধু মাঠ-ঘাট
প্রাণিকুল চনময়,
ঘূর্ণির ধূলিবায়
চারিদিক ঢেকে যায়।
জনহীন পথ-ঘাট
গনগনে রোদ্দুর,
আগুনের বরিষণ
সুরুজের ভাপটায়।
ধুকধুক কাঁপে বুক
পথিকের ধড়টায়,
মাঠ-ঘাট চৌচির
মাটিজল হীনতায়।
ভৈরব জলধির
উত্থাল তরঙ্গ,
বহে ধারা ক্ষীণকায়
প্রাণহীন দীনতায়।
ঝিরঝির বহে বায়
পূরবী ও দখিনায়,
সাগরের শুষে জল
বাতাসের চুমুটায়।
ছোট ছোট অলকায়
চড়ে বায়ু ভেলাটায়,
দলে দলে ওড়ে যায়
আকাশের নীলিমায়।
পাহাড়ের ধাক্কায়
বাতাসের কান্নায়,
ঝরঝর ঝরে পরে
ফোঁটা ফোঁটা পান্নায়।
ঢাকা, ০১/০৫/২০১৮