চির উন্নত শির
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
মুক্তির চেতনায় একতায় বেঁধে গান,
দেশতরে লড়ে বীরবাঙালির তাজাপ্রাণ।
মরণের বয়ে বান কত প্রাণ ঝরে হায়!
শহিদের খুনে দেশ লালে লাল হয়ে যায়।
বুকে নিয়ে কাঁদে মাতা বাছাদের কাটাশির
খানে খান হয়ে প্রাণ ঝরে বুক ফাটা নীর।
ভূমভালে লুটে প্রাণ খুনেখচা আস্তিন,
ত্যজিপ্রাণ মুছে দেয় কলঙ্ককালোচিন।
কত ত্যাগ বরিয়াছে বধূ-মাতা-কন্যায়,
সব গ্লান’ ভেসে যায় রক্তের বন্যায়।
বেটাদের লাশ নিয়ে বাবা-মা’র হা-হুতাশ
বিধবার বেশে হয় বধূদের শ্বেতবাস।
স্বপনেতে দেখে মাতা খোকা তার ডাকে ঐ
জেগে কাঁদে জারে জার চোখে জল হরে থৈ।
স্বাধীনতা পিয়ে গেলো শহিদের কাঁচাখুন
পাগলিনী ডাকে মাতা আয় বাবা বুকে শোন।
বিপ্লবী চেতনায় বাজিয়ে রণতূর্য,
দেশভালে ফুটি’ তুলে স্বাধীনতা’র সূর্য।
শহিদের প্রাণতুলি রক্তের কালিটায়,
স্বাধীনতা লিখে যায় সবুজের পাতাটায়।
সবুজের বুকে যেই রবিলাল আঁকা হয়,
পতাকায় ফুটে রঙ স্বাধীনতা কথা কয়।
দেশটার বুক চিরে নদীলাল বয়ে বান,
কুলকুল গেয়ে যায় বিজয়ের জয়গান।
প্রাণত্যাগ মহিমায় লাখে লাখ ত্যাগীবীর
ইতিহাসে বেঁচে রয়-‘চির উন্নত শির’।
নরনারী জুটি বেঁধে কাঁধে কাঁধ সমতায়,
জাতিভেদ ভুলে সব গড়ি প্রিয় দেশটায়।
দেশপ্রেমে রেঙে বুক আশ্রয়ে পতাকায়
শহিদের শোধি ঋণ স্বাধীনতা চেতনায়।
ঢাকা, ০৬/০৬/২০১৮
Copyright @anwar3101.com