বরষার ঝরঝর
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
বাদলা দুপুরে
পদ্ম পুকুরে,
বরষার ঝরঝর
সারাদিন ঝরছে।
ঝিরঝির বাতাসে
হাকডাক আকাশে,
আগুনের ফুলকি
কাকে যেন খুঁজছে।
রাস্তায় হাঁটু জল
নেই কোন যান চল।
অপেক্ষায় যাত্রী
দুর্ভোগে পড়ছে।
আকাশে কালোমেঘ
নেই কোন রোদ্দুর।
ঘোমটার আড়ালে
সূর্যটা ঢাকছে।
জানলায় তাকিয়ে
দেখছি অদূরে,
বাতাসের ঝাঁপটায়
তরুদল নুইছে।
কমল পুকুরে
বর্ষার দুপুরে
ছেলেরা হরষে
লাফিয়ে পড়ছে।
পাশের ডোবাতে
আধোজল কাদাতে
সঙ্গিনী খুঁজতে
ব্যাঙগুলো ডাকছে।
টিনের চালেতে
বৃষ্টির ঝুনঝুনি,
কানের পর্দায়
সারাদিন বাজছে।
আষাঢ়ের বর্ষায়
আকাশের কান্নায়
চৌচির মাঠঘাট
জলে ডুবছে।
ঢাকা,১৩/০৭/১৭ ইং