আসবো আবার ফিরে
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
মাগো আমায় ডাকিস যদি, স্বর্গদুয়ার খুলে
তোর বুকে মা আসবো আবার সর্বদাবি ভুলে।
দুখের আঁধার গহনকূলে হারাও যেদিন সুখ
পাতাল ফোঁড়ে আসবো মাগো রাঙতে তোমার বুক।
প্রলোভকারায় বন্দিবিবেক ভুললে মুক্তিগান
চেতনবানে আসবো মাগো হয়ে বিবেকপ্রাণ।
শ্যামআঁচলে হাসির ঝলক ঢাকলে ছায়াতল
তোর কোলে মা আসবো আমি হয়ে মুক্তিঢল।
ঘুমেজড় জাতির যদি বহে আঁধারবান
তোর কোলেতে আসবো আমি হয়ে ভোরের গান।
ভোরের পাখি হয়ে মাগো দিয়ে গানে চুম
জরাজাতির চিত্তআঁধার করবো আমি গুম।
সুখের খরায় তোমায় দেখার না রয় যদি কেউ
তোর বুকেতে আসবো আমি হয়ে স্নেহের ঢেউ।
তোর বাতাসে ভাসিয়ে দিয়ে মিষ্টি মধুর ঘ্রাণ
বর্ষাকালে কদমফুলে হাসবে আমার প্রাণ।
শীর্ণনদে তূর্ণধারায় বইয়ে জোয়ারবান
একূল ওকূল দু’কূলে মা রচবো মিলন গান।
হেমন্তে মা স্বপনদিশায় জাগিয়ে কৃষকপ্রাণ
পীতহাসি হাসবো আমি সোনার শিষে ধান।
আঁচলফোটা পুষ্পদলে বইয়ে সুবাসধারা
জাতির বুকে হাসবো মাগো হয়ে শুকতারা।
বহ্নিলালে ভোরের রবি ঝলবো ঝলমল
প্রাণে প্রাণে ছড়িয়ে আলো রাঙবো হৃদয়দল।
আকাশ হয়ে তোর বুকে মা নুয়ে আমি রব
দিগ্বলয়ে শ্যামল ছোঁয়ে মনের কথা কব।
গরমবুকে শীতলচুমে হাত ভুলিয়ে গায়
মেঘের জলে ভাসবো আমি উদাসদখিনবায়।
সকল ফুলে গুনগুনিয়ে অলি গাইবে গান
গানের চুমে ওঠবে জেগে সেইত আমার প্রাণ।
বর্ষাকালে শীতল ছায়ায় বিলে-ঝিলে জলে
শুভ্রহাসি দেখবে আমার শাপলাশালুকদলে।
জনম নিয়ে তোর বুকে মা প্রথম ভয়ে কাঁদি
মৃত্যুকোলে সেই বুকেতেই রাখলি আমায় বাঁধি।
তোর বুকেরই বাতাস নিয়ে প্রথম ফেলা শ্বাস
সেই বাতাসের নিঃশেষেতেই আমার সর্বনাশ।
তোর মুখেরই হাসির ঝলক প্রথম চোখে ভাসে
শ্রান্তচোখের গহীন আঁধার জীবনআলো নাশে।
তোর বাতাসের স্পন্দে কাঁপা প্রথম মুখের ভাষা
সেই স্পন্দেরই স্তব্ধে আমার সাধের জীবননাশা।
জীবদ্দশায় তোর বাতাসে বইছে প্রাণের দম
সেই প্রবাহের শূন্য বাটে জীবনলীলার শম।
স্বর্গলোকে বসেও মাগো তোর মুখেরই হাসি
দেখতে আমি আসবো ফিরে স্বর্গমায়া নাশি’।
একজনমে শোধবে না মা তোরই স্নেহঋণ
সহস্রবার জনম লয়েও হইবে না তো লীন।
তোর স্নেহেরই পরশগুলো রাতের চোখে হেসে
ঘুমের খেয়ায় উদাসস্বপন যায় যে আমার ভেসে।
বিশ্বভুবন চেয়েও মাগো তোর মুখেরই হাসি
সুখের দিয়ায় নিত্য আমার প্রাণে পরায় ফাঁসি।
তোর বিরহে আঁধারভুবন চোখের জলে ভাসি,
আমার চেয়ে আমি মাগো তোমায় ভালোবাসি।
জীবননদীর সুপ্তিবীণায় বাজিয়ে স্বপনবাঁশি
তোর স্নেহেরই স্মৃতিদোলায় ফিরে ফিরে আসি।
ঢাকা, ১৩/০১/২০১৯
Copyright- @anwar3101.com