আমরা শিশু ফুলকলি
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
আমরা সবুজ আমরা অবুঝ
আমরা শিশু ফুলকলি,
মোদের চোখে হাজার স্বপন
যায় রে হেসে কলকলি।
অজানা সব বিষয়গুলো
কৌতূহলে চোখ মেলি
প্রশ্নবাণে ছুটছে দ্বারে
করছে মনে জলকেলি।
দিগ্বিদিকে ছুটছি মোরা
শাসন বারণ সব ভুলে
দিনে দিনে শিখছি কত
রহস্যেরই দ্বার খুলে।
পুষ্পদলে সুবাস ছড়ি’
জীবনপাতার ফুলগুলি
মনের আকাশ রাঙি দিলো
অভিজ্ঞতার রংতুলি।
বর্ণমালার শতদলে
বইয়ের পাতায় চোখফুটি
পড়ালেখায় ঘুচিয়ে আঁধার
মনের বাঁধন যায় টুটি’।
মুক্তধারায় রঙ লাগিয়ে
গন্ধ বুকে ছড়িয়ে ধূপ
বড় হয়ে রাঙবো মোরা
বদলে আকাল ধরারূপ।
রচনাকালঃ ঢাকা, ২৩/০২/২০১৯