তোমার বুকে উর্মিমালার হিন্দোলা দোল সুর!
তোমার গর্জ্জন আর তর্জনে, সুর যে সুমধুর!
তোমায় দেখায় আকাশ ছোঁয়া দৃষ্টি অন্তহীন।
দেখলে তোমার কলকলানি বুক করে রিমঝিম।
তোমার উপর মেঘের ভেলা করছে উড়াউড়ি,
তাই দেখ তো বুঝার আগে মন করেছ চুরি।
দেখে তোমায় মনের গহীন উঠছে বেঁজে বেঁজে,
যখন তুমি ভর দুপুরে উঠলে খুবই তেঁজে।
তোমার পাড়ে সাজেঁর মায়ায় লাগছে প্রাণে দোলা।
এইসব দেখে যায় কি তব ওগো তোমায় ভুলা!
আকাশ মাঝে তোমার ছবি আকিঁ নিরবধি,
তুমি আমার প্রিয় সাগর, নয় তো তুমি নদী।
বুকে তোমার অথৈ আছে মহতি গুপ্তধন।
তোমায় সেঁচে আসছে নিয়ে বিপুলা রতন।
তোমার বুকে শঙ্খচিলে করছে উড়াউড়ি।
মুখে তাদের কিচিরমিচির কথার মালার ঝুড়ি।
বালুর চরে আলপনা আঁকে কাঁকড়ার দলের মেলা।
তাই দেখে যে যায় কেঁটে যায় আমার সারা বেলা।
তোমার কাছে তবুও আমি আসবো বারে বারে।
তুমি আছো, হৃদয়ে আর আছো পুরো সংসারে।
তোমার রুপে লোব্ধ হয়ে পাড়ে তোমার আসি।
হে সাগর! আমি যে তোমায় অনন্ত ভালোবাসি!