প্রিয়তমা শুনছো? আমি তোমাকে প্রতিদিন সেভাবে চাই;
যেভাবে একজন রুগ্ন ব্যক্তি সুস্থতার জন্য আকুতি করে।
প্রিয়তমা শুনছো? আমি তোমাকে প্রতিটি ভোরের শুরুতে সেভাবে চাই ;
যেভাবে পৃথিবী প্রতিক্ষায় থাকে আদিত্যের কিরণের জন্য।

ওগো নম্রতা শুনছো? আমি প্রতিদিন তোমাকে সেভাবেই চাই;
যেভাবে নীড় হারা পাখি তার নীড় খোঁজ করে অবিশ্রান্ত।
ওগো আদরনী শুনছো? আমি তোমাকে প্রতিদিন সেভাবেই চাই;
যেভাবে মৎসকুল তার বেঁচে থাকার স্বপ্ন বুনে অতল বারিধারায়।

প্রিয়তমা শুনছো? আমি তোমাকে প্রতিদিন সেভাবেই চাই;
যেভাবে জীবন পিয়ারায় সুখ বারতার সুর উঠেছিনু কালের প্রেমিকের মনে।
হে প্রিয়াসী শুনছো? আমি তোমাকে প্রতিদিন সেভাবেই চাই;
যেভাবে গহীন অন্ধকার ভোরের প্রতিক্ষায় থাকে।

আমি তোমাকে সেভাবেই ভালোবাসি, যেভাবে প্রাণীকুল তার দম কে ভালোবাসে।
আমি তোমাকে ৩৬৫ দিনের প্রতিটি ক্ষণে ক্ষণে ভালোবাসি।

_____________
১৬/০২/২০২৫