আমি নিজেই দ্রোহ, এক বিধ্বংসী দ্রোহ,
আত্মাকে সঁপে দিয়ে আজ ঘোষণা করলাম আমি দ্রোহ!
অনন্তকাল ধরে আমি দ্রোহ করে আসছি শান্তি বিনির্মাণে।
আমি অসীমের বুকে অগাধ ফুয়াদ নির্মলা সুখ বিন্দু,
উচ্ছ্বাস আর স্রোতের তানে প্রলয় হয় মহাসিন্ধু।
উদাস পূরবী হাওয়া বয়ে যায় প্রবাল দ্বীপে মুখে তার বিধ্বংসী সুর!
ধরণী তল পাতাল কালো জল তিমির কাঁপানো ঘোর।
আমি দ্রোহ সত্তা, আমার আমি অসীম অগ্রগামী পথিক।
ধ্বংসলীলায় ও অকুতোভয় দুঃসাহসী সন্তান আমি চির নির্ভীক।
আমি পাতালের বুকে আনিয়াছি কম্পন
দারচিনিতে আনি ঝঞ্জার।
আমি লোপাট করিয়া চলি, ভাঙ্গিয়া গড়ি করি কারা লোপাট।
এই শৃংঙ্খল ভাঙ্গবার তরে অগ্রগামী দ্রোহ সৈনিক আমি আত্মাকে দেই সপে,
আমি অসীম দ্রোহ নিয়ে আবির্ভাব হয়েছি ঝঞ্জার মত উঠবে সবাই কেঁপে!
আমি আকুল অধীর এক বিধ্বংসী দ্রোহ নিয়ে এসেছি এই জনপদে!
যেখানে অন্যায় অবিচার করবে হানাহানি সেখানেই তারা দ্রোহ আনবে টানি।
আমি দ্রোহ, আমি বিদ্রোহী, আমি অসীম দ্রোহ নিয়ে এসেছি,
আমি, জালিম ধ্বংসের বীণা হাতে মরণ যন্ত্রণা দেবার তরে এই জনপদে এসেছি।